শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

জ্যাকসন হাইটসে জমকালো লোকসংগীত উৎসব অনুষ্ঠিত

জ্যাকসন হাইটসে জমকালো লোকসংগীত উৎসব অনুষ্ঠিত

স্বদেশ ডেস্ক:

বাঙ্গালীর আত্মপরিচয় ও শেকড় সন্ধানে জেগে থাকা লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হলো ৮ জুলাই শনিবার।‘ফিরে চল মাটির টানে’ শীর্ষক লোকসংগীত উৎসবের আয়োজন করেছে বেঙ্গলী ক্লাব ইউএসএ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দুুপুর ১২ থেকে মধ্যরাত অবধি বিরামহীনভাবে চলে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উৎসব কমিটির আহবায়ক দীপক দাস , দুই বাংলার জনপ্রিয়ক লোকসঙ্গীত  শিল্পী পবন দাস ,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়, লোক সংগীত উৎসব উপদেষ্টা শিতাংসু গুহ ও প্রধান সমন্বয়কারী দীনেশ চন্দ্র মজুমদার। লোকসংগীত উৎসবের প্রধান অতিথি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ ফোবানার সভায় টরেন্টাতে থাকার কারনে অনুষ্ঠানে থাকতে পারেন নি।    লোকসংগীত উৎসব পরিচালনা করেন সদস্য সচিব শিবলী ছাদেক।

সংগীত পরিবেশন করেন পবন দাস বাবুল,একুশে পদকপ্রাপ্ত শিল্পী  রথীন্দ্রনাথ রায়, প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ,সুশীল সিনহা, মিলন কুমার ও মোহর খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877