শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডের ২১তম আসর

ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডের ২১তম আসর

স্বদেশ ডেস্ক:

ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডের ২১তম আসর।  শনিবার শো টাইম মিউজিকের ব্যানারে স্থানীয় হান্ডরণ হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আসরটির মূল আয়োজক ছিলো ভার্জিনিয়া ম্যারিল্যান্ডের সংগঠন একাত্তর ফাউন্ডেশন, বাইটপো, বাংলাদেশী এমেরিকান ফাউন্ডেশন ও লাভ শেয়ার বিডি।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান অভিনয় শিল্পীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে নাম ঘোষণা করেন। এ বছর যারা অ্যাওয়ার্ড  পেয়েছেন তারা হলেন- সেরা অভিনেতা (টিভি নাটক) মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী (টিভি নাটক), আজীবন সন্মাননা অমিত হাসান (সিনেমা), সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ( টিভি নাটক), তাসনিয়া ফারিন (টিভি নাটক), সেরা টিভি পরিচালক এমএ কামাল রাজ, সেরা অভিনেত্রী পুজা চেরী (সিনেমা), সেরা অভিনেতা সাকিব খান (সিনেমা), ঢালিউড বিশেষ সন্মাননা সৈয়দ বাবু, ঢালিউড পাওয়ার সন্মাননা মিশা সওদাগর, রাইজিং স্টার জয় চৌধুরী, ক্রিটিক্স সম্মাননা জায়েদ খান (সিনেমা), জিয়াউল হক পলাশ (নাটক) এবং স্পেশাল অ্যাওয়ার্ড সাজু খাদেম।

পুরষ্কার প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, ফায়াদ সোলাইমান, কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, সামছুদ্দীন মাহমুদ, স্যাম রিয়া, হাসান চৌধুরী, রিয়া হাসান, মলি জাহিদ, বিউটি জাকির, লাভলী দেওয়ান, ফারজানা এলাহী, শরীফ আহমেদ, মিসেস শরীফ আহমেদ, ড. ফয়সাল কাদের, লাবণী কাদের, মোহাম্মেদ কাদের, অনু আফরোজ, কাজী ইসলাম, শরীফ উদ্দিন, কাজী কলি, মিজানুর রহমান, মোহাম্মদ আলমগীর, শিরীন আকতার, তানভীর হোসাইন, এমএ মতিন, লিটু চৌধুরী, রউফ সরকার, মোহাম্মদ কাজল, লিনা কাজল, মজনু মিয়া, মাসুমা মেরিন, তারেকুর রহমান জনি, মাহিয়া মাহি,   মোহাম্মদ হোসেন ও লাভলী হোসাইন।

জমকালো আয়োজনে হলভর্তি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয় পরিবেশন করে দর্শকদের মাঝ রাত পর্যন্ত মতিয়ে রাখেন নায়ক জাহিদ খান, নায়িকা পুজা চেরী, অন্যতম অভিনেতা মিশা সওদাগর,  অমিত হাসান, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিন, জয়  চৌধুরী, কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ সহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজু খাদেম ও সৈয়দ বাবু।

অনুষ্ঠানটি সফল করতে আর্থিক সহায়তা করেন, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, মিসমি গ্রুপ, রিয়েলটর নুরুল আজিম, হেলাল মিয়া, বাংলা ট্রাভেলস, শাহ গ্রুপ, ফাহাদ সোলাইমান, শাহীন চৌধুরী, ডা. সারোয়ার হাসান, টাইটেল স্পন্সর নাহিনুর রহমান, বিশিষ্ট লোন অফিসার শরীফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও গায়ক  ড. ফয়সাল কাদের, বিশিষ্ট রিয়েলটর মোহাম্মেদ কাদের,  বিশিষ্ট  টেক্স কসসালটেন্ট ও হোম কেয়ার ব্যবসায়ী  কাজী ইসলাম ও শরীফ উদ্দিন,  এটর্নী মোহাম্মদ আলমগীর, ডাটা এন্ড টেক’র সিইও শিরীন আকতার,  বিশিষ্ট ব্যবসায়ী তানভীর হোসাইন, বিশিষ্ট লোন অফিসার এমএ মতিন, বিশিষ্ট রিয়েলটর লিটু চৌধুরী, বিশিষ্ট ফাইনান্স কনসালটেন্ট রউফ সরকার,  বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাজল, বিশিষ্ট ব্যবসায়ী  মজনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী তারেকুর রহমান জনি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, এটর্নী রাজু মহাজন, রিয়েলটর মুজিবল হক, ড. ফয়জুল ইসলাম, আকতার হোসেন, শেখ মিলন, আবু নাসের,  রোকসানা পারভীন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877