স্বদেশ ডেস্ক:
নিউইয়র্কে সাংবাদিকের স্ত্রীর উপর হামলা। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক মাহাথির ফারুকীর স্ত্রীর উপর নিউইয়র্কে কোনি আইল্যান্ডে সাবওয়ে স্টেশনে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ মহিলা মাহাথিরের স্ত্রীকে প্রচন্ড মারধর করেছে। উনি এসময় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভাবে ভর্তি করা হয়েছে। বর্তমানে মিসেস ফারুকী টুম্পা নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একই সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ হামলাকারিনীকে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।