স্বদেশ ডেস্ক:
জাতীয় ঈদগাহের নিরাপত্তার স্বার্থে শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে আসার জন্য মুসল্লিদের অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ বুধবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার একথা বলেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘প্রত্যেককে চেকপোস্টে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে। গাড়ি কোথায় থামবে, সে বিষয়েও নির্দেশনা রয়েছে। গাড়ি থেকে নেমে অনেকদূর হেঁটে আসতে হবে। তাই বৃষ্টির দিনে সবার সঙ্গে ছাতা থাকা বাঞ্ছনীয়। আবহাওয়ায় যদি আরও বড় দুর্যোগ না হয় তাহলে মুসল্লিরা এ অবস্থায় নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন।’
ঈদে রাজধানীজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে জানিয়ে কমিশনার বলেন, ‘এবার ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে কয়েকস্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ঈদে জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে অতীত ইতিহাসের বিষয়টি মাথায় রেখে পুলিশের সব ইউনিট তৎপর রয়েছে।’
পুলিশ সদস্যদের ঈদ উদযাপন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপির ৩২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৩-৪ হাজার জনকে হয়তো ছুটি দিব। বাকিরা নগরবাসীর সেবায় ঢাকায় দায়িত্ব পালন করবেন, তাদের ঈদ নেই। আশা করি সবার নিরাপদে ঈদ উদযাপিত হবে।’