স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একাধিক আন্ডার সেক্রেটারি আগামী জুলাইয়ে ঢাকায় আসছেন। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে বাংলাদেশ নিয়ে ঘোষিত ভিসানীতি প্রণয়নের পেছনের কারিগর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর নামও রয়েছে বলে সূত্রে জানা গেছে।
অন্যদিকে প্রাক-নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আগামী ৮ জুলাই ঢাকা আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
দিনক্ষণ ঠিক না হলেও জুলাইয়ে আসতে পারে যুক্তরাষ্ট্রের চার সদস্যদের প্রতিনিধিদল। বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নেতা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনের মাত্র মাস ছয়েক আগে এমন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর ঘিরে স্বাভাবিকভাবেই সচেতন মহলের নজর থাকবে।
এদিকে, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি পর্যালোচনা করতে ৮ জুলাই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে একটি ‘স্বাধীন পর্যালোচনা মিশন’ আসবে বলে জানা গেছে। নির্বাচনে পূর্ণাঙ্গ ইইউ পর্যবেক্ষক দল পাঠানো ‘কার্যকরী’ হবে কি না, সেটি খতিয়ে দেখবে ওই মিশন। সফরকারী দলের তৈরি প্রতিবেদন ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেলের কাছে যাবে। তিনি বাংলাদেশকে অগ্রাধিকার দেশে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেবেন।
অবশ্য জোসেফ বোরেল ইতোমধ্যে বলেছেন, পর্যবেক্ষক মিশন তখনই মোতায়েন করা হবে, যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয়। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কোন কোন বিষয়কে বিবেচনায় নেওয়া হবে, তা পর্যালোচনা মিশনের প্রতিবেদনে উঠে আসবে বলে জানা গেছে।