শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

ইতিহাসের সবচেয়ে বেশি লোক হজ করছে এবার

ইতিহাসের সবচেয়ে বেশি লোক হজ করছে এবার

স্বদেশ ডেস্ক:

ইতিহাসের সবচেয়ে বেশি লোক হজ করছে এবার বলে জানিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। আশা করা হচ্ছে, এবার ২ দশমিক ৫ মিলিয়নেরও বেশি মানুষ হজ করবে।

রোববার (২৫ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এবার করোনা মহামারির সময় আরোপিত বিধি-নিষেধ পূর্ণরূপে তুলে নেয়া হয়েছে। তাই আগের যেকোনো সময়ের রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে। করোনার পরের বছর মাত্র ১০ হাজার লোক হজের অনুমতি পেয়েছিল। ২০২১ সালে কিছুটা শিথিল করে ৫৯ হাজার মানুষকে অনুমতি দেয়া হয়েছিল। গত বছর এক মিলিয়ন লোকের ক্যাপ ছিল। এবার পূর্ণরূপে শিথিল করায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ লোক হওয়ার আশা করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় হজযাত্রীরা মিনায় গমন করবে। বাইতুল্লাহ থেকে মিনার দূরত্ব প্রায় আট কিলোমিটার। এরপর সেখান থেকে আরাফার ময়দানে হাজির হবে।

ইতোমধ্যে হজযাত্রীদের জন্য মিনার ময়দান পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এবারের বড় চ্যালেঞ্জ হলো তাপমাত্রা। সবাইকে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্য দিয়ে হজের কার্যক্রম আঞ্জাম দিতে হবে।

অবশ্য সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হিটস্ট্রোক, ডিহাইড্রেশন কিংবা ক্লান্ত হয়ে গেলে সহযোগিতার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩২ হাজার স্বাস্য সেবা কর্মী। রয়েছে পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স ব্যবস্থা।

উল্লেখ্য, হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি একটি স্তম্ভ। নির্দিষ্ট পরিমাণ আর্থিক সামথ্য রাখে, এমন প্রত্যেক মুসলিমের জন্য হজ করা ফরজ। হজের মাধ্যমে একজন ব্যক্তি পাপ থেকে মুক্ত হতে পারেন। যেতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছে। সেজন্য অনেকেই মনে আশা পোষে যে জীবনে একটি বারের জন্য হলেও বাইতুল্লাহতে হাজিরি দেবে। সেজন্য তিলে তিলে জমিয়ে তোলে পর্যাপ্ত অর্থ।

এই বছর ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে হজ অনুষ্ঠিত হবে। ২৮ জুন (আরবে) অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877