স্বদেশ ডেস্ক:
গ্রিসের কোস দ্বীপ থেকে নিখোঁজ পোল্যান্ডের নাগরিক আনাস্তাসিয়া প্যাট্রিসিয়া রুবিনস্কা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশিকে আটক করা হয়।
আজ মঙ্গলবার গ্রিস পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশির কোনো সম্পৃক্ততা নেই। দেশটির স্থানীয় পত্রিকা রিয়েল জিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত শুক্রবার রাতে নিখোঁজ হওয়া পোল্যান্ডের ২৭ বছর আনাস্তাসিয়ার মরদেহ এক নির্জন স্থান থেকে চাদরে মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। মরদেহ কালো রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশিকে আটক করে পুলিশ। কারণ ওই বাংলাদেশির সঙ্গে নিহত তরুণীর মোবাইলে শেষ কথা হয়েছিল।
তবে ওই বাংলাদেশি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পরে ফরেনসিক বিভাগের পরীক্ষা শেষে পুলিশ তাকে এই হত্যার দায় থেকে মুক্তি দেয়। তবে তার সঙ্গে থাকা এক পাকিস্তানি নাগরিকের বিষয়ে এখনো তদন্ত চালাচ্ছে পুলিশ।
নিহত পোলিশ তরুণীর এক বান্ধবী বলেন, ‘আটক ওই বাংলাদেশি নাগরিক গত শুক্রবার রাতে আমার সঙ্গে রেস্টুরেন্টে কাজ করছিলেন। তিনি এই কাজের সঙ্গে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
তবে ওই বাংলাদেশি ও পাকিস্তানি এখনো পুলিশের হেফাজতে আছেন। ধারণা করা হচ্ছে, তদন্ত শেষ না হয় পর্যন্ত তাদের পুলিশের হেফাজতে রাখা হবে।