শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

পদ্মায় ভেসে উঠল সায়েমের মরদেহ, রিফাতের সন্ধান মেলেনি

পদ্মায় ভেসে উঠল সায়েমের মরদেহ, রিফাতের সন্ধান মেলেনি

স্বদেশ ডেস্ক:

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের মধ্যে গোলাম সারওয়ার সাইম (১৭) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল। আজ রোববার সকাল সাড়ে ৬টায় নগরীর শ্রীরামপুর এলাকার ঘটনাস্থল থেকে ৫০ গজ পূর্ব দিকে তার মরদেহ ভেসে ওঠে।

তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন রিফাত খন্দকার (১৭)। তার সন্ধানে সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে কাজ করছে।

মৃত গোলাম সারওয়ার সাইম রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার সাঈদুর রহমানের ছেলে। আর নিখোঁজ রিফাত নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে। তারা দুজনই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ জন শিক্ষার্থী শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলে। খেলা শেষে নদীতে গোসলে করতে নামে তারা। গোসলের সময় রিফাতকে তলিয়ে যেতে দেখে তাকে উদ্ধার করতে যায় বন্ধু সায়েম। কিন্তু সেও ডুবে যায়।

এ ঘটনায় অন্য বন্ধুরা ট্রিপল ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু এদিন দিনভর তৎপরতা চালিয়েও তাদের কোনো সন্ধান পায়নি ডুবুরি দল।

রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সাইমের মরদেহ ভেসে উঠলে স্থানীয় মাঝিরা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস নৌ-পুলিশ, স্থানীয় থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করা হয়। এর পর মরদেহটি ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরও জানান, রোববার সকাল থেকে আবারও নদীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের মোট পাঁচজন ডুবুরি কাজ করছে। সঙ্গে স্থানীয় নৌকার মাঝি ও এলাকাবাসীদের সহযোগিতা নেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877