স্বদেশ ডেস্ক:
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসা দুই বছরের এক শিশুর হাতের কব্জি কামড়ে খেয়ে ফেলেছে খাচায় থাকা হায়েনা।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সন্ধ্যায় নিশ্চিত করেছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মো: রফিকুল ইসলাম।
তিনি জানান, বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আর বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
ঘটনার বিবরণে তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সাথে বাচ্চাটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। তারা রংপুর থেকে ঢাকায় এসেছিল। বাচ্চার মা-বাবা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে যান। যদিও খাঁচায় নেট দেয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চার হাত কামড়ে কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা। আর সেই হাত খেয়ে ফেলে।
ঘটনার সাথে সাথেই ওই শিশুকে ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান নিরাপত্তাকর্মী। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিড়িয়াখানার পরিচালক বলেন, অধিদফতর থেকে কর্মকর্তারা এসে সবকিছু ঘুরে দেখেছেন। বর্তমানে আমাদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। হাসপাতালে আমাদের দুজন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। ঘটনাটি কিভাবে ঘটলো এবং এতে কারো কোনো গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখতে মন্ত্রণালয় ও অধিদফতর থেকে তিন সদস্যের আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।