স্পোর্টস ডেস্ক: বদলি হিসেবে মাঠে নামলেন লিওনেল মেসি। তবে জয় পেল না বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালনিয়ার জায়ান্টরা (০-০)। বার্সেলোনার কপাল বলতে হবে। গোলকিপার টের স্টেগান পেনাল্টি রুখে দিলেন মার্কো রয়েসের। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা ও ডর্টমুন্ড।
বার্সেলোনার প্রাথমিক দলে ছিলেন না মেসি। ফাতি, গ্রিজম্যান ও সুয়ারেজ আক্রমণের মূলে ছিলেন। মেসি ৫৯ মিনিটে ফাতির বদলে মাঠে এসেছিলেন। তবে বার্সেলোনা ম্যাচটিতে গোল আদায় করতে পারেনি। মেসি সফল হননি। আর বার্সেলোনাও সফল হতে পারেনি।
ম্যাচে ৫৯ শতাংশ বল বার্সেলোনার পায়ে ছিল। তারপরও গোলের সুযোগ সেভাবে তৈরী করতে পারেনি তারা। ডর্টমুন্ডের বেশ কয়েকটি জমাট আক্রমণ ছিল। ক্রসবারেও বল লেগে ফিরে গেছে। বার্সেলোনা বড় বাঁচা বেঁচে গেছে বলা যায়। শুরুটাও সুন্দর হলো না জাদুকর মেসির।
এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ০-২ গোলে হেরেছে নাপোলির কাছে। নাপোলির মারটেন্স ও লরেন্টে গোল পেয়েছেন। আর চেলসি ১-০ গোলে হেরেছে ভ্যালেন্সিয়ার কাছে।