স্বদেশ ডেস্ক:
নিউইয়র্ক সিটিতে অবস্থানরত ৭০ হাজার আশ্রয়প্রার্থীকে দ্রুততার সাথে ওয়ার্ক পারমিট প্রদান করার জন্য ফেডারেল সরকারের প্রতি আবেগময় আবেদন জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল, মেয়র এরিক অ্যাডামস।
তারা বলেন, এসব লোক কাজ করতে পারলে তারা নিজেরাই নিজেদের ব্যয় মেটাতে পারবে। অর্থাৎ তাদের বাসাভাড়া, খাবার, পোশাকসহ যাবতীয় অত্যাবশ্যক প্রয়োজন তারা নিজেরাই মেটাতে পারবে, এজন্য নগর কর্তৃপক্ষের অর্থ ব্যয় করতে হবে না।
গভর্নর বলেন, ‘তারা কাজ করতে অতীব আগ্রহী। তারা কাজ করতে চায়। তারা এখানে এসেছে কাজের সন্ধানে নতুন ভবিষ্যতের সন্ধানে। তারা আমাদের অর্থনীতির, আমাদের সমাজের অংশ হতে চায়। আমাদের ইতোমধ্যেই যেসব স্থাপনা আছে, সেগুলোতে তারা প্রশিক্ষণ গ্রহণ করতে চায়।’
গভর্নর হোকুল বলেন, ৫ হাজার ফার্ম জব রয়েছে। ঠিক এখন আমাদের হাতে ৫ হাজারের বেশি ফুড সার্ভিস জব রয়েছে। ক্লিনার, হাউসকিপারের জন্য আছে ৪ হাজার চাকরি।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও একই অভিমত প্রকাশ করেন। এমনকি ব্যবসায়ী নেতৃবৃন্দ, কংগ্রেস সদস্যরাও এই অভিমতকে সমর্থন করেছেন। তাদের সবাই বক্তব্য : অভিবাসীদের দ্রুত ওয়ার্ক পারমিট দেওয়া হলে তারা আমেরিকান ড্রিমে জীবনযাত্রা শুরু করতে পারবেন।
ইউনিয়ন স্কয়ার হসপিটালিটির ড্যানি মেয়ার বলেন, কেউ কাজ করতে চাইলে তারা স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন।
বর্তমানে আশ্রয়প্রার্থীদের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর আশ্রয়প্রার্থীদেরকে ১৮০ দিন অপেক্ষা করতে হয়।
মেয়র অ্যাডামস বলেন, অভিবাসীরা দ্রুত ওয়ার্ক পারমিট না পাওয়ায় আয়ের অবৈধ রাস্তায় তারে অনেকে হাঁটছে। এখানে একদিকে তাদের শোষণ করা হয়, অন্যদিকে তারা কর দিতে পারে না। তাদেরকে দিয়ে কঠিন ও বিপজ্জনক কাজ করানো হয়।
গভর্নর হোকল নিউইয়র্কে আরো বেশি ইমিগ্রেশন জাজ পাঠানোর জন্য অনুরোধ করেছেন, যাতে করে আশ্রয়প্রার্থীদের বিষয়টি দ্রুত সমাধান করা যায়।