স্বদেশ ডেস্ক:
জুনিয়র হকি এশিয়া কাপে জয় দিয়ে শিরোপা মিশন করতে চায় বাংলাদেশ। আজ উদ্বোধনী দিনে লাল সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সালালাহ শহরে এ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। ওমানের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আত্মপ্রত্যয়ী বাংলাদেশের কোচ মামুন উর রশিদ এবং অধিনায়ক প্রিন্স লাল সামন্ত। সোমবার অনুশীলন শেষে এমন কথাই জানান তারা।
জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে তিন মাস আগে থেকেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতেই প্রায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছেন প্রিন্স লালরা। পাশাপাশি হরিয়ানাতে ১০টি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছেন মামুন উর রশিদের শিষ্যরা। হকির ইতিহাসে দেশের বাইরে এত বড় ক্যাম্প-অনুশীলন ম্যাচের সুবিধা এর আগে পায়নি বাংলাদেশ। ওমান ম্যাচ সামনে রেখে কোচ মামুন উর রশিদ বলেন, ‘১৯ মে আমরা সালালাহ শহরে এসেছি। ওই দিন থেকে আজ নিয়ে তিন দিন টানা অনুশীলন করলাম। মাঠটা স্লো। অনেক পুরাতন মাঠ। এখানে আগে খেলা হয়নি। কারণ এখনকার পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল না। এশিয়া কাপ সামনে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঘাসগুলো অনেক বড়। তার পরও ওমানের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামব। জয় দিয়েই আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই।’