স্বদেশ ডেস্ক:
এক সপ্তাহের মধ্যে নিউইয়র্ক সিটিতে পৃথক ঘটনায় তিন এমটিএ বাসচালক আক্রান্ত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইউনিয়নের প্রতিনিধিত্বকারী এমটিএ বাস অপারেটররা জানান, পাঁচটি বরোর মধ্যে তিনটিতেই হামলা হয়েছে। অবশ্য এগুলো সঙ্ঘবদ্ধভাবে হয়েছে, তা বলা যায় না। তবে এতে যে নগরীর ট্রানজিট কর্মীরা অরক্ষিত অবস্থায় রয়েছেন, তা ফুটে ওঠেছে।
এক বিবৃতিতে টিডব্লিউইউ লোকাল ১০০ জানায়, ‘এসব হামলাকারী প্রমাণ করেছে যে ট্রানজিট চাকরি কতটা বিপজ্জনক। তাছাড়া আমরা প্রতিটি দিন কত ঝুঁকিতে থাকি, সেটাও বোঝা গেছে।’
প্রথম হামলাটি হয় শুক্রবার রাতে। ওই সময় এক পুরুষ বাসচালক বাস ডিপোতে যাওয়ার সময় কুইন্স এলাকায় আক্রান্ত হন। জনৈক ব্যক্তি তার মুখে ঘুষি মারে।
পরের দিন ৩৯ বছর বয়স্ক এক বাস অপরেটরকে এক যাত্রী প্লাস্টিকের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বাস অপারেটরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
তৃতীয় ঘটনাটি ঘটে শনিবার বিকেলে ম্যানহাটানে। এখানেও এক যাত্রী ৪৫ বছর বয়স্ক বাসচালককে ঘুুুুষি মারে। এক্ষেত্রে হামলাকারীকে পাকড়াও করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনার পর বাস চালকার সন্ত্রাসী হামলার আতঙ্কে ভুগছেন।