স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অসুস্থ অবস্থায় নিউজার্সী রাজ্যেও একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতায় দলের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।
জানা গেছে, নিউজার্সী রাজ্যে বসবাসকারী ড. সিদ্দিকুর রহমান স্থানীয় রবের্ট উড জনসন ইউনিভার্সি হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ মে মঙ্গলবার এই হাসপাতালে তার পায়ের একটি সার্জারি সম্পন্ন হয়। পায়ের সার্জারি করার সময় হার্টে সমস্যা দেখা দেয়ায় তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে ড. সিদ্দিকুর রহমানের আশু রোগ মুক্তির জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
অপরদিকে ড. সিদ্দিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া বৃহস্পতিবার (১৮ মে) রাতে তাকে দেখতে যান।