স্বদেশ ডেস্ক:
কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও কর্নাটকের নতুন মন্ত্রিসভার শপথে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন জানিয়েছেন, বেঙ্গালুরুতে শনিবারের শপথে তাদের দলের প্রতিনিধি হিসেবে হাজির থাকবেন লোকসভার সহকারী দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদার।
টুইটারে শুক্রবার ডেরেক লিখেছেন, ‘কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তার অন্য সহকর্মীরা সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শনিবারের শপথ অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি (মমতা) তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে শপথের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য লোকসভায় তৃণমূলের সহকারী দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে মনোনীত করেছেন।’
সূত্র : আনন্দবাজার পত্রিক