সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

দাম না কমলে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

দাম না কমলে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

দাম না কমলে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম আমলে না নেয়ায় অসন্তোষও প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৯ মে) সকালে সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

টিপু মুনশি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে। কারণ, ইমপোর্ট বন্ধ রাখা হয়েছিল। এখন যদি দাম না কমে, তাহলে ফের ইমপোর্ট করা হবে।

বাণিজ্য মন্ত্রী বলেন, চিনির দর আমরা ফিক্সড করে দিয়েছি। তারপরও বাজারে প্রভাব পড়েনি। মন্ত্রণালয় থেকে যে দাম ফিক্সড করা হয়েছে, তা এ্যচিভ করা যায়নি। ভোক্তা অধিকার কাজ করছে, চেষ্টা করছে। আশা করি প্রভাব পড়বে।

মন্ত্রী বলেন, কাঁচা বাজারের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় আছে। পরিস্থিতি যে একদমই খারাপ, তা নয়, একটুখানি ঝামেলা হয়েছে। বিশ্বব্যাপী সব কিছুর দাম বেড়েছে। ডালের দাম বেড়েছে। ডলারের কারণে প্রভাব পড়েছে।

পরে মন্ত্রী নির্বাচনী এলাকা কাউনিয়া-পীরগাছায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877