মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি

পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি

স্বদেশ ডেস্ক:

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আজ রোববার নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। দুপুর ১২টার দিকে পাবনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছান তিনি।

চলতি বছরের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটিই পাবনায় তার প্রথম সফর।
তিনি পাবনাতে কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন। পাবনার নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামীকাল গণসংবর্ধনা দেয়া হবে।

রাষ্ট্রপতি পাবনায় পৌঁছালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, গোলাম ফারুক প্রিন্স ও নাদিরা ইয়াসমিন জলি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, নাগরিক কমিটির আহবায়ক অঞ্জন চৌধুরী পিন্টু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

পরে পাবনা সার্কিট হাউস চত্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রপতির সাথে আছেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ।

রাষ্ট্রপতি আগামী ১৮ মে ঢাকায় ফিরবেন।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877