রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

এখন জাবি উপাচার্যের কী হবে, প্রশ্ন ফখরুলের

এখন জাবি উপাচার্যের কী হবে, প্রশ্ন ফখরুলের

স্বদেশ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান উন্নয়ন প্রকল্পের কাজে ছাত্রলীগকে ঘুষ দেওয়ার বিষয়টি প্রকাশের পর ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এখন কী হবে- এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলরের (ভিসি) নাম চলে এসেছে। উনি নাকি ইতিমধ্যে এক কোটি টাকা দিয়ে দিয়েছেন। তাহলে শুধুমাত্র ছাত্র কেন? ভাইস চ্যান্সেলরের কী হবে?’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির মহাসচিব বলেন, ‘আমাদের অধিকার আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে, কেউ আমাদের অধিকার দিয়ে যাবে না।’

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণকে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকেই দাঁড়াতে হবে। আর বেগম জিয়া গণতন্ত্র ও স্বাধীনতা- সার্বভৌমত্বের প্রতীক। তাই গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দাঁড়াতে হবে। রাজপথে তার প্রতিবাদ করতে হবে। আমাদের অধিকার আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে। কেউ আমাদের অধিকার দিয়ে যাবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ডিন রাতের বেলায় ছাত্র ভর্তি করছেন বলেও অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, ‘আজ চেষ্টা করেও দুর্নীতি আর থামিয়ে রাখা যাচ্ছে না। থলের বিড়ালের মতো দুর্নীতি বের হয়ে আসছে।’

আসামের নাগরিকপঞ্জির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আসামের মন্ত্রী বলেছেন, “এখানে যারা আছে, সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।” কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, “আমরা ভারত সরকারকে বিশ্বাস করতে চাই।” ধিক এই নতজানু পররাষ্ট্রনীতিকে।’

রাজনীতিবিদরা এখন আর রাষ্ট্র পরিচালনা করছেন না, রাষ্ট্র এখন রাজনীতিবিদদের পরিচালনা করছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তারা জনগণ থেকে সম্পূর্ণ বিছিন্ন। এ কারণে নির্বাচনের আগের রাতে ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে হয়।’

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘জামিন নিশ্চিত করতে হবে। কেন তাকে আটকে রেখেছেন? এত ভয় পান?’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি চেয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি নেতা ফজলুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877