স্বদেশ ডেস্খ:
গভর্নর ক্যাথি হোকুলের প্রশাসন কার্বন নির্গমন ঠেকাতে যে পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে করে জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যারা দুষণ সৃষ্টি করছে, তাদের দায়ভার বহন করার লক্ষ্যেই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ কমিশনের ফতর এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন যে প্রস্তাব করা হয়েছে তাতে গ্যাসোলিনের াম গ্যালনপ্রতি বাড়তে পারে ৬২ ভাগ। আর প্রাকৃতিক গ্যাসের দাম আকাশছোঁয়া ৮০ ভাগ বেড়ে যেতে পারে।
কার্বন নির্গমনের জন্য জ্বালানি উৎপাদনকারীদের বেশি াম দিতে হবে বলে পরিকল্পনা নির্দেশনা ওেয়া হয়েছে। তবে উৎপাদনকারীদের বেশি পয়সা গুণতে হলে সেটা কিন্তু বহন করতে হবে ভোক্তাদেরই।
এর বিরুদ্ধে অনেকেই সোচ্চার হয়েছেন।
রাজ্য সিনেটর টম ও’মারা বলেন, ‘এর ফলে প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারী এবং কার্বন নিঃসরণের সাথে জড়িত সবকিছুর দাম বেড়ে যাবে।’
তবে দাম বাড়ানোর যুক্তি হিসেবে বলা হচ্ছে, এটি ২০১৯ সালে রাজ্যের গৃহীত কার্বন নিঃসরণ ৮৫ ভাগ হ্রাস করার আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। গ্রিন এনার্জি কর্মসূচি বাস্তবায়ন করতে হলে এমন কিছু করতেই হবে।