স্বদেশ ডেস্ক:
নিউইয়র্ক সিটির পাঁচ বরো এবং লং আইল্যান্ডের আবাসিক বাড়িতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করল ন্যাশনাল গ্রিড। নিউইয়র্ক সিটি এবং লংআইল্যান্ডে ১৯ লক্ষ বাড়িতে গ্যাস সরবরাহ করে ন্যাশনাল গ্রিড। তারা ১৭% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। ২৮ এপ্রিল শুক্রবার তারা এই লিখিত প্রস্তাব কারণসহ বিস্তারিত দাখিল করে নিউইয়র্ক স্টেট পাবলিক সার্ভিস কমিশনে। স্টেট সরকারের এই কমিশন অনুমোদন দিলে মূল্যবৃদ্ধি কার্যকর হবে। শুক্রবার পলিটিকো এবং স্থানীয় সংবাদ মাধ্যমে এই খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করেছে। পাবলিক সার্ভিস কমিশন এই প্রস্তাব অনুমোদন করলে আগামী বছর ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। ন্যাশনাল গ্রিড, গ্যাস সরবরাহ কোম্পানি, জানিয়েছে ১৭ শতাংশ মূল্যবৃদ্ধি হলে কুইন্স, ব্রæকলীন ও স্ট্যাটেন আইল্যান্ডের কাস্টমারদের মাসিক বিলে গড়ে প্রায় ৩০.৯৫ ডলার বাড়তি যোগ হবে। যারা বাড়িতে গ্যাস হিটিং সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য এই অংক আরো কিছুটা বেশি হবে। তবে লং আইল্যান্ড ও রকাওয়ে পেনিনসুলার কাস্টমারদের বিলে বাড়তি যোগ হবে সামান্য কম।
ন্যাশনাল গ্রিড বলছে, আমেরিকার ফেডারেল সরকারের ক্লাইমেট চেঞ্জ বিষয়ক যেসব শর্ত রয়েছে তা পূরণ করতে হলে এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের সিস্টেম আপগ্রেড করা জরুরী। ন্যাশনাল গ্রিড আরো জানিয়েছে এমিশন কমাতে ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী ও নিশ্চিত করার জন্য যে অর্থের প্রয়োজন উক্ত মূল্যবৃদ্ধি থেকে তা সংকুলান করা হবে। এইসব খাতে তাদের নিউইয়র্ক সিটির জন্য ৪১৪ মিলিয়ন ডলার এবং লং আইল্যান্ডের কাস্টমারদের জন্য ২২৮ মিলিয়ন ডলার প্রয়োজন।
ন্যাশনাল গ্রিড আরো জানিয়েছে, ডিজাবেল, প্রতিবন্ধী, বয়স্ক এবং অত্যন্ত নি¤œ আয়ের পরিবারগুলোর জন্য আগের মতই তাদের এফোর্ডেবিলিটি কর্মসূচী বহাল থাকবে। তারা প্রতি বছর এই খাতে নি¤œ আয়ের পরিবারগুলোর জন্য ৫৬ মিলিয়ন ডলার বরাদ্দ রাখে।
ন্যাশনাল গ্রিড জানিয়েছে, এই মূল্যবৃদ্ধি অত্যন্ত যথাযথ ও ন্যায্য। মুদ্রাস্ফীতি ও প্রোপার্টি ট্যাক্স বৃদ্ধির কারণে এই অতীব জরুরী দৈনন্দিন জীবনযাপনের উপকরণের সরবরাহ বিঘœহীনভাবে অব্যাহত রাখার জন্য তারা যাবতীয় হিসাব নিকাশ প্রস্তুত করেছে। অতএব নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব পাবলিক সার্ভিস দ্রæত এই মূল্যবৃদ্ধি অনুমোদন করবে।