স্বদেশ ডেস্ক:
নিউইয়র্ক সিটির বাজেট ২০২৪ সালে রেকর্ড ১০৬.৭ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি জানিয়েছেন, অভিবাসন সঙ্কট, মুদ্রাস্ফীতি ও নতুন শ্রমচুক্তির কারণে বাজেটের আকার ভয়াবহ মাত্রায় বেড়ে যাবে।
অ্যাডামস বলেন, আমরা যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছি, সেগুলো বাস্তব। আশ্রয়প্রার্থীদের নিয়ে সঙ্কট, শ্রমচুক্তিতে তহবিলের সংস্থান করা এবং কর রাজস্ব প্রবৃদ্ধিতে মন্থরতার বিষয়গুলো মাথায় রেখে বাজেট অবশ্যই বুদ্ধিমত্তার সাথে প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, অভিবাসীদের আশ্রয় দিতে গিয়ে নগরীর ওপর চাপ সৃষ্টি হচ্ছে। ২০২৫ সাল নাগাদ এ খাতে ৫.৩ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে তিনি মন্তব্য করেন।
অ্যাডামস বলেন, ‘কিছু কিছু বিষয় আমাদের অব্যাহত অগ্রগতির প্রতি হুমকি সৃষ্টি করেছে। এর একটি হলো আশ্রয়প্রার্থী সঙ্কট।’ তিনি বলেন, ‘এই খাতে আমাদের সম্ভবত চলতি অর্থবছরে ১.৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। আর আগামী বছর ব্যয় হবে ২.৯ বিলিয়ন ডলার।’
তিনি বলেন, নগরী বর্তমানে ৩৫ হাজারের বেশি অভিবাসীকে লালন করছে। তাদেরকে পাঁচটি বরার হোটেল ও শেল্টারগুলোতে রাখা হয়েছে।
তবে অ্যাডামস এখন সবচেয়ে বড় যে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা হলো নতুন শ্রমচুক্তির কারণে যে অর্থ পরিশোধ করতে হবে তা। নগরীর তিন লাখ ২৮ হাজার শ্রমশক্তিকে নতুন চুক্তির ফলে বর্ধিত পারিশ্রমিক দিতে হবে।
তার প্রশাসন ইতোমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ শ্রমিক ইউনিয়নের সাথে চুক্তি করেছে। এ দুটি ইউনিয়নের একটি হলো ডিস্টিক্ট কাউন্সিল ৩৭ এবং পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে নগরীকে ২০২৩ থেকে ২০২৭ সালের সময়কালে প্রায় ১৭ বিলিয়ন ডলার দিতে হবে।
আর্থিক দুর্দশা কাটাতে মেয়র ইতোমধ্যেই বিভিন্ন খাতে ৪ ভাগ খরচ হ্রাস করার নির্দেশ দিয়েছেন। এতে করে প্রায় এক বিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।