স্বদেশ ডেস্ক:
দেশে লবণ উৎপাদন গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ তথ্য নিশ্চিত করেছে।
বিসিকের তথ্যমতে, চলতি অর্থবছরে লবণ উৎপাদন হয়েছে ১৮ লাখ ৩৯ হাজার টন, যা গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ।
চলতি লবণ মৌসুমে মোট লবণ চাষ হয়েছে ৬৬ হজার ৪২৪ একর জমিতে, যা গত বছর ছিল ৬৩ হাজার ২৯১ একর। গত বছরের তুলনায় এ বছর লবণ চাষের জমি বেড়েছে তিন হাজার ১৩৩ একর।
চলতি লবণ মৌসুমে লবণচাষীর সংখ্যা ৩৯ হাজার ৪৬৭ জন, যা গত বছর ছিল ৩৭ হাজার ২৩১ জন। গত বছরের তুলনায় এবার লবণ চাষীর সংখ্যা বেড়েছে দুই হাজার ২৩৬ জন।
সূত্র : ইউএনবি