স্বদেশ ডেস্ক:
রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। তপু খানের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন শবনম বুবলী। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। ঈদ সিনেমার রেশ কাটতে না কাটতেই জানা গেল, নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।
তার নতুন সিনেমার নাম ‘প্রিয়তমা’। আর এটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে, তিনি ‘ইউটার্ন’ ও ‘সুলতানা বিবিয়ানা’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেন। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করবেন হিমেল আশরাফ।
নির্মাতা জানান, আগামী ৮ মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র শুটিং শুরু হবে। আর এটি মুক্তি পাবে কোরবানি ঈদে। নায়ক চূড়ান্ত হলেও চমক আছে নায়িকার বেলায়! যা খুব শিগগিরই জানাবেন এর প্রযোজক ও পরিচালক।
‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। আর যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমার শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে।