শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

চার্লসের রাজ্যাভিষেকে হ্যারি বসবেন পিছনের সারিতে!

চার্লসের রাজ্যাভিষেকে হ্যারি বসবেন পিছনের সারিতে!

স্বদেশ ডেস্ক:

ব্রিটিশ রাজপরিবারের পরবর্তী প্রজন্মের মধ্যে দূরত্ব মেটানোর অনেক চেষ্টা হয়েছে। কিন্তু সে চেষ্টায় যে ফল মেলেনি তা ফের পরিষ্কার হয়ে গেল। আগামী ৬ মে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্যদের সাথে বসবেন না রাজকুমার হ্যারি। সেখান থেকে ১০টি সারি পিছনের আসনে দেখা যাবে তাকে। কেবল তাই নয়, বেশিক্ষণ বাবার রাজা হওয়ার অনুষ্ঠানে থাকবেনও না তিনি। এমনটাই দাবি রাজ পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তির।

প্রিন্স ডায়নার একসময়ের বাটলার ছিলেন পল বারেল। তিনি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় আশঙ্কা প্রকাশ করেছেন, সম্ভবত ওই অনুষ্ঠানে হ্যারির জন্য অপেক্ষা করে রয়েছে শীতল অভ্যর্থনা। তার কথায়, ‘খুব দ্রুত সবার মধ্যে মিলমিশ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি পুরোপুরি ভয় পাচ্ছি, হয়তো হ্যারি অত্যন্ত শীতল অভ্যর্থনাই পাবেন রাজ্যাভিষেকের অনুষ্ঠানে।’

সেইসাথে তার দাবি ডিউক অফ সাসেক্সও ওই অনুষ্ঠানে যাচ্ছেন কেবল নিজের মুখ দেখাতে! তিনি তার পরিবারের সাথে সময় কাটাতে আদৌ আগ্রহী নন। তার কথায়, ‘তার বাবা চান, দুই ছেলেই অনুষ্ঠানে থাকুক। তারা শপথগ্রহণের সাক্ষী থাকলে উনি খুব খুশি হবেন। কিন্তু হ্যারি সেভাবে অনুষ্ঠানের অংশ হতে আগ্রহী নন।’
সূত্র : সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877