স্বদেশ ডেস্ক:
লং আইল্যান্ডের সাফোক কাউন্টি থেকে একটি ল্যাম্বোরগিনি চুরি করার সন্দেহে দুই ব্যক্তিকে কুইন্স সেন্টার মলের কাছে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িটি উদ্ধার করা হয়েছে। দুই ব্যক্তিকে চুরির সাথে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। এছাড়া তাদের তৃতীয় সহযোগীকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে। গাড়িটির দাম দুই লাখ ৩০ হাজার ডলার।
পুলিশ জানিয়েছে, চোরেরা গাড়িটি নিয়ে কুইন্সে পার্ক করা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। আর চোর তিনজনও ধরা পড়া থেকে রক্ষা পেতে গাড়ি ফেলে দৌড়াতে থাকে। পুলিশ দ্রুত তৎপর হয়। চোরদের ধরতে হেলিকপ্টার পর্যন্ত টহল দিতে থাকে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হেলিকপ্টারের শব্দ শুনে বুঝতে পারি, বড় কিছু ঘটেছে।’
মুখোশধারী চোররা পালানোর চেষ্টা করতে থাকলে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, দোকানপাটের দরজা লাগিয়ে দেওয়া হয়। তবে দুজন পালাতে পারেনি, পুলিশের হাতে ধরা পড়ে।
গাড়িটির মালিক মন্নি নাজ বলেন, ‘এটা আমার গাড়ি। কী হয়েছে, বোঝার চেষ্টা করছি।… তারা আমার গাড়িটি পেয়ে আমাকে জানিয়েছে।’
ল্যাম্বোরগিনিটিতে জিপিএস ছিল। সন্দেহভাজন চোরেরা গাড়ির ভেতরে একটি সেলফোন ও সানগ্লাস ফেলে যায়। পুলিশ চুরির ঘটনাস্থল বেলেরোজ ভিলেজ কার ওয়াশেই বিষয়টি শনাক্ত করতে পারে। ব্যয়বহুল গাড়িটি পরিষ্কার করার জন্য মালিক সেখানেই অপেক্ষা করছিলেন।