স্বদেশ ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শুক্রবার টেলিফোনে কথা বলেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস অ্যাজেন্সি এ খবর জানিয়েছে।
টেলিফোন আলাপকালে রুশ প্রেসিডেন্ট ঈদুল ফিতর উপলক্ষে ক্রাউন প্রিন্সকে অভিনন্দন জানান।
এ সময় দু’পক্ষ সৌদি আরব ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পর্যালোচনা করেন, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা বলেন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন।
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, দু’পক্ষ বৈশ্বিক তেলবাজারে স্থিতিশলিতা প্রতিষ্ঠায় দুই দেশের মধ্যে সহযোগিতার মাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
সূত্র : আরব নিউজ