স্বদেশ ডেস্ক:
ন্যাটো মহাসচিব পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভ সফর করেছেন। ইউক্রেনীয় মিডিয়া ন্যাটো মহাসচিবের অপ্রত্যাশিত কিয়েভ সফরের ছবি প্রকাশ করেছে।
বার্তা সংস্থা এএফফি ইউক্রেনীয় মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ আজই (বৃহস্পতিবার) কিয়েভ সফর করেছেন।
ইউক্রেনের বেশ কয়েকটি মিডিয়া রাজধানী শহর কিয়েভে নিহত ইউক্রেনীয় সেনাদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় ন্যাটো প্রধান স্টলটেনবার্গের যোগ দেয়ার ছবি প্রকাশ করেছে।
কোনো কোনো সূত্র জানিয়েছে শিগগিরই ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের আশঙ্কা রয়েছে। ওই হামলায় ন্যাটোর অনেক সদস্য কিয়েভকে মিগ-২৯ পাঠিয়ে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন বাড়িয়ে দিয়েছে।
মস্কো বারবার হুশিয়ারি দিয়েছিল ইউক্রেনকে ন্যাটো যদি সামরিক সরঞ্জাম পাঠিয়ে সাহায্য করে তার জবাব অবশ্যই দেয়া হবে।
সূত্র : পার্সটুডে