স্বদেশ ডেস্ক:
বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শেহনাজ গিল। বিগ বস ১৩ প্রতিযোগী হয়ে হিন্দি টেলিভিশনে আত্মপ্রকাশ করেন পাঞ্জাবের এই অভিনেত্রী। বিগ বস শোর প্রথম দিন থেকেই সালমানের পছন্দের নায়িকা হয়ে ওঠেন শেহনাজ গিল। তবে যার জন্য বড় পর্দায় সুযোগ পান শেহনাজ, সেই সালমান খানের ফোন নম্বরই ব্লক করেছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তাদের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর প্রচারে পুরো টিম এসেছিল কাপিল শর্মা শোতে। সেখানে সালমান খানের ফোন নম্বরই ব্লক করার ঘটনাটি প্রকাশ করেন শেহনাজ।
শেহনাজ জানান, সালমান খান যখন তাকে ফোন করেন, ঠিক সেই সময় তিনি অমৃতসরে গিয়েছিলেন। গুরুদ্বারে থাকাকালীন এক অচেনা নম্বর থেকে ফোন আসাতে বিরক্ত হন তিনি। কোনো কথা শোনার আগেই সোজা নম্বরটাই ব্লক করে দেন।
শেহনাজের বলেন, ‘আসলে আমার এই স্বভাবটা রয়েছে। অচেনা নম্বর থেকে ফোন এলেই ব্লক করে দিই। পরে একটা নম্বর থেকে মেসেজ আসে, সালমান খান তোমাকে ফোন করছিলেন। সঙ্গে সঙ্গে ট্রু কলারে নম্বর দিতেই দেখি সালমান খানের নম্বর। তারপর নিজেই ফোন করি তাকে।’