স্বদেশ ডেস্ক:
কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুনতে অবাক করার মতো হলেও ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির পোস্টার ছেঁড়ার অভিযোগে ওই কুকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তারা ইতোমধ্যে এই লিখিত অভিযোগ দেখেছে।
তেলুগু দেশমের সমর্থক দেসারি উদয়শ্রী নামের এক নারী বিজয়ওয়াড়া থানায় এ অভিযোগ দায়ের করেছেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক কুকুর দেওয়াল থেকে মুখ ও পা দিয়ে মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস নেতা ওয়াইএস জগন্মোহন রেড্ডির একটি পোস্টার ছিঁড়ছে।
উদয়শ্রী তার অভিযোগপত্রে লিখেছেন, এ ঘটনায় মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। তিনি কুকুরটি ও কুকুরটিকে যারা উসকানি দিয়েছে এবং যারা ওই ভিডিও ক্লিপ ভাইরাল করেছে সবাইকে গ্রেপ্তারের দাবি তুলেছেন।
এই নারী আরও দাবি করেছেন, তারা জগন্মোহন রেড্ডিকে সম্মান করেন কিন্তু অন্ধ্রপ্রদেশে কুকুরও তাকে অপমান করছে। তবে এই অভিযোগকে ব্যঙ্গাত্মক বলে প্রতিবেদনে বলা হয়েছে।