রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

ভারতে ২৯ মুখ্যমন্ত্রীই কোটিপতি, গরিব কেবল মমতা!

ভারতে ২৯ মুখ্যমন্ত্রীই কোটিপতি, গরিব কেবল মমতা!

স্বদেশ ডেস্ক:

ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রী ২৯ জনই কোটিপতি। একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় নেই। তার সম্পত্তি ১৫ লাখ রুপির কিছু বেশি। অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা এডিআর সম্প্রতি যে রিপোর্ট দিয়েছে তাতে এমনটাই দেখা যাচ্ছে।

কমিউনিস্ট পার্টি তথা সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কোটিপতি। তবে তার অবস্থান মমতা ব্যানার্জির কিছুটা উপরে। তার মোট সম্পত্তির পরিমাণ এক কোটি রুপিরও কিছু বেশি। তার ঠিক উপরে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তার সম্পতির পরিমাণও এক কোটি রুপির কিছু উপরে।

তবে ভারতের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রের জগনমোহন রেড্ডি। তার সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি ভারতীয় টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তার মোট সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি রুপি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তার সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি রুপি। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ ৩ কোটি রুপি করে। নির্বাচনী হলফনামায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা যে হিসাব দিয়েছেন তা থেকেই এই সিদ্ধান্তে এসেছে এডিআর।

দীর্ঘদিনের জন প্রতিনিধি হলেও বেতন নেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এমপি পদের পেনশন ও মুখ্যমন্ত্রী পদের বেতন নেন না। তার রোজগারের উৎস হলো নিজের লেখা বই ও আঁকা ছবি। একথা নিজেও একাধিকবার জানিয়েছেন তিনি। দলের একাধিক নেতা নান দুর্নীতিতে জড়িয়ে পড়লেও ব্যক্তিগতভাবে কেউ এখনো তার দিক আঙুল তুলতে পারেনি বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এডিআর-এই রিপোর্ট কিছুটা স্বস্তি দেবে তৃণমূলকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877