স্বদেশ ডেস্ক:
চিত্রনায়ক রিয়াজের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক নির্মাতা। আজ শনিবার দুপুরে এই নায়কের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক এবং শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
নির্মাতা হারুনুর রশীদের দাবি, তিনি অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর কেমিক্যাল লিমিটেডের বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন। আর এর কারণে রংপুর কেমিক্যাল লিমিটেড প্রতিষ্ঠানের থেকে অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।
নির্মাতা কাজলের অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করা হয় চিত্রনায়ক রিয়াজের সঙ্গে। তিনি বলেন, ‘আমি যখন এই কাজটির সঙ্গে চুক্তিবদ্ধ হই, তখন এই নির্মাতার সঙ্গে বিজ্ঞাপন কোম্পানির (রংপুর কেমিক্যাল লিমিটেড) কর্মকর্তারাও ছিলেন। সেখানে এই নির্মাতার নাম আমি দেখেছি। আর আমি চুক্তিবদ্ধ হয়েছি একজন অভিনয় শিল্পী হিসেবে। এরপর কি হয়েছে তা আমার জানা নেই। আমি এখনও এখানে (বিজ্ঞাপনে) অভিনেতা হিসেবে কাজ করছি। কোনো বিজ্ঞাপন নির্মাণ করছি না। বিজ্ঞাপন কোম্পানি তাকে কেন বাদ দিয়েছে তা আমার জানা নেই। আর এটা আমার দেখারও বিষয় না।’
তাহলে কেন এই নির্মাতা আপনার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন? জানতে চাইলে এই চিত্রনায়ক বলেন, ‘এটা এই নির্মাতাই ভালো বলতে পারবেন। তবে আমি এটুকু বলতে পারি, আমি আমার কাজটুকু করে যাচ্ছি। আর বিজ্ঞাপন কোম্পানি অন্য একজন পরিচালককে দিয়ে বিজ্ঞাপনের কাজটি করাচ্ছেন। এটি সম্পূর্ণ বিজ্ঞাপন কোম্পানির বিষয়, এখানে আমার কি?’
যোগ করে রিয়াজ আরও বলেন, ‘এখন তো আমাকে ওই নির্মাতার বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে। তিনি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তার একটাও সত্য না। এখন আমি নিজেই তো ওই নির্মাতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। ওই নির্মাতা এফডিসির মতো জায়গায় গিয়ে আমার সম্পর্কে আজেবাজে কথা বলে, আমার মান-সম্মান ক্ষুণ্ন করেছে। তার প্রতিটি কথার উত্তর আমি আইনিভাবে দেব। অভিযোগে কেন আমার নামটি কেন আসল, তাও জানতে চাইব।’