রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
আগামীকাল যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক ওয়ার’

আগামীকাল যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক ওয়ার’

স্বদেশ ডেস্ক:

পুলিশি অ্যাকশন ঘরনার সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে এটি মুক্তি পাবে। মাসব্যাপী এটি প্রদর্শিত হতে যাচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আরিফিন শুভ অভিনীত সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস।

‘ব্ল্যাক ওয়ার’র কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘৩১ মার্চ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেওয়া হচ্ছে। পরে ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ সব শহরে মুক্তি পাবে। একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্যে মুক্তির সব প্রস্তুতি গ্রহণ করছে।’

ডিস্ট্রিবিউশন এজেন্সির দুই কর্ণধারের একজন নওশাবা রুবনা রশীদ বলেন, ‘যুক্তরাষ্ট্র-কানাডার দর্শকদের জন্য উপযোগী সিনেমা বেছে নিয়ে এসে আমরা মুক্তি দিয়ে থাকি। তাই আমাদের প্রতি এ অঞ্চলের দর্শকদের আস্থা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার প্রতিফলন ঘটছে থিয়েটারে দর্শক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে।’

পুলিশি অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। একটি গানে চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877