সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

মন্ত্রীদের সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মন্ত্রীদের সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের মন্ত্রীদের কাছে থাকা সরকারি ফোন ও ডিভাইসে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) এই সিদ্ধান্ত ঘোষণা করে ব্রিটিশ সরকার।

অন্যদিকে টিকটক বিক্রি করে দেওয়ার জন্য চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের চাপের পর ওয়াশিংটন-বেইজিংয়ের দ্বন্দ্ব আরও প্রকট রূপ নিয়েছে। শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার কারণ দেখিয়ে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের সরকারি ফোন ও ডিভাইসে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকারের আশঙ্কা টিকটক অ্যাপের মাধ্যমে সরকারি ফোনে থাকা সংবেদনশীল ডেটা চীন সরকারের হাতে চলে যেতে পারে।

যুক্তরাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অলিভার ডাউডেন বলেছেন, টিকটক অ্যাপে জারি করা এই নিষেধাজ্ঞা ‘সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে ব্যবহারকারীদের ডেটা চীনা সরকারের কাছে হস্তান্তর করার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে টিকটক।

টিকটকের গভর্নমেন্ট রিলেশনস অ্যান্ড পাবলিক পলিসি ইন ইউরোপের ভাইস-প্রেসিডেন্ট থিও বার্ট্রাম বিবিসিকে বলেছেন, অন্য যেকোনও কিছুর চেয়ে ভূ-রাজনীতিকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, ‘মানুষের ভয়ের ভিত্তিতে নয়, বাস্তবতার ভিত্তিতে আমরা সবকিছু বিবেচনা করতে বলেছি।’

এদিকে লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস বলেছে, ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ কোনও ‘তথ্যের ভিত্তিতে’ নয় বরং রাজনীতি দ্বারা অনুপ্রাণিত। একইসঙ্গে এই সিদ্ধান্ত ‘যুক্তরাজ্যের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থাকে ক্ষুন্ন করবে’ বলেও জানায় চীনা দূতাবাস।

ক্যাবিনেট মন্ত্রী অলিভার ডাউডেন বলেছেন, তিনি জনসাধারণকে টিকটক ব্যবহার করার বিরুদ্ধে কোনও পরামর্শ দেবেন না। তবে তাদের সবসময়ই ‘প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ডেটা নীতিগুলো ব্যবহার করার আগে বিবেচনা করা উচিত’।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে অনুসরণ করে সরকারি ফোন ও ডিভাইস থেকে ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে সিনিয়র এমপিদের চাপের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে ব্রিটেনের সরকারি বিভাগ এবং স্বতন্ত্র মন্ত্রীরাও তরুণদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার উপায় হিসাবে টিকটককে গ্রহণ করেছে।

এদিকে টিকটক বিক্রি করে দেওয়ার জন্য চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের চাপের পর চীন-মার্কিন দ্বন্দ্ব আরও তীব্র রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র গত বুধবার এই ভিডিও শেয়ারিং অ্যাপটিকে আল্টিমেটাম দেয় যে, তারা যেন চীনা কোম্পানির মালিকানা থেকে বেরিয়ে আসে, না হলে যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবেই এটি নিষিদ্ধ করা হবে।

এরপর বৃহস্পতিবার চীন এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের উচিৎ টিকটককে ‘অযৌক্তিকভাবে দমিয়ে রাখার’ চেষ্টা বন্ধ করা।

উল্লেখ্য, টিকটকের মূল মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স। গত কয়েক বছরে এটি গোটা বিশ্বেই তুমুল জনপ্রিয় এক ভিডিও শেয়ারিং অ্যাপে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চীনা এই অ্যাপটি ৩৫০ কোটি বার ডাউনলোড হয়েছে।

কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই অ্যাপটির বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে চলে গেছে। এসব দেশ বলছে, চীনা কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877