শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

গুগল ডুডলে আন্তর্জাতিক নারী দিবসের বার্তা

গুগল ডুডলে আন্তর্জাতিক নারী দিবসের বার্তা

স্বদেশ ডেস্ক:

আন্তর্জাতিক নারী দিবস আজ। জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল দিবসটি উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। এর মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীদের সম্মান জানাচ্ছে গুগল।

বিশেষ এ ডুডলে একটি ছবির পাশাপাশি একটি অ্যানিমেশনও ব্যবহার করা হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বিভিন্ন পেশায় নারীরা কিভাবে সফলতার সাথে অবদান রাখছেন। অন্যদিকে অ্যানিমেশনে নারীদের সাফল্যের সাথে এগিয়ে যাওয়াকে ইঙ্গিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সাথে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877