রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন ৭ অক্টোবর নিউইয়র্কে

প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন ৭ অক্টোবর নিউইয়র্কে

স্বদেশ ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আর্ন্তজাতিক সম্মেলন। আগামী ৭ই অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই।

আয়োজিত সম্মেলনটি সফল করতে স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারী) উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনটি সফল করার লক্ষ্যে করণীয় পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কনভেনশনের আহ্বায়ক জনস হপকিন্স ইউনিভার্সিটিতে কর্মরত জনপ্রিয় উপস্থাপক প্রাক্তন নটরডেমিয়ান ডাঃ মোঃ মোহাম্মদ নাকিবউদ্দিন। সঞ্চালনা করেন উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই এর বর্তমান প্রেসিডেন্ট ডঃ ইবরুল চৌধুরী। সভার মডারেটর ছিলেন সচিব আনোয়ার আজিম।

এসময় চীফ কো-অর্ডিনেটর রিপন সাহা সংগঠনের পূর্বের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে থেকে স্থপতি মোহাম্মদ আলামিনকে বাংলাদেশের সমন্বয়ক, ডা. জাকি আজম সিকদারকে কানাডার সমন্বয়ক নির্বাচিত করা হয়।

সভায় মাহমুদ চৌধুরী, সৈয়দ হক রানা, কামরুল হাসান, ইফতেখার আহমেদ, নাইমুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র আমেরিকার সমন্বয়ক আসরাফ বুলবুল, কাইহান সিদ্দিকী, আশফাক আহমেদ, ড. জামিল আহমেদ, রুমন প্রধান, ডা. সামিউল হাসান বাবু এবং ড. আসলাম খলিলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাক্তন নটরডেমিয়ানরা অংশ নেন।

সম্মেলনটি পৃথিবীর বিভিন্ন দেশের প্রাক্তন নটরডেমিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের মিলন মেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।

ইতিমধ্যে নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত, নটরডেম ক্লাব প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল (অব) রেফায়েত উল্লাহ এর সাথে স্বশরিরে দেখা করে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই এর বর্তমান প্রেসিডেন্ট ডঃ ইবরুল চৌধুরী।

সম্মেলনে অংশগ্রহন করতে আগ্রহী সবাইকে Bangladesh Notre Dame Alumni North America (BNDANA) এর ওয়েব সাইট https://www.bndana.org এ নিবন্ধন এবং হোটেল বুকিং করতে উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে (267) 255-5605 নম্বরে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877