স্বদেশ ডেস্ক:
একসঙ্গে ৪০ জন ভারতীয় কর্মীকে বরখাস্ত করেছে টিকটক। মাইক্রোসফট, অ্যামাজন, গুগলের পর ভারতীয় সব কর্মীকে ছাঁটাই করলো সংস্থাটি। তবে কী কারণে তাদের ছাঁটাই করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
অনেকেরই ধারণা, ভারতে এই অ্যাপ নিষিদ্ধ করে দেওয়ার পাল্টা জবাব দিতেই এমন সিদ্ধান্ত নিল টিকটক।
২০২০ সালের জুন মাস নাগাদ ৫০টিরও বেশি অ্যাপের ব্যবহার বন্ধ করে দেয় কেন্দ্র। নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় ছিল চিনা অ্যাপ টিকটকও। প্রাথমিকভাবে কিছুদিন এই অ্যাপের ব্যবহার বন্ধ করা হলেও ২০২১ সালের প্রথম দিকে একেবারে পাকাপাকিভাবে বাতিল করা এই অ্যাপটিকে। তৎকালীন সময়ে ভারতে টিকটিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ কোটিরও বেশি। অ্যাপের ব্যবহার হঠাৎ বাতিল করে দেওয়ায় স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়েছিল সংস্থাটি। টিকটক তারই প্রতিশোধ নিল কি না তা নিয়ে চলছে গুঞ্জন।