রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

এবার পাঞ্জাবের থানায় হামলা

এবার পাঞ্জাবের থানায় হামলা

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী হামলায় ১০১ জন নিহত হওয়ার এক দিন পরই দেশটির পাঞ্জাব প্রদেশের একটি থানায় হামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছিল বলে দাবি করা হয়েছে। পুলিশ অবশ্য মিয়ানওয়ালির ওই থানায় হামলাকারীদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে।

এই হামলাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ টিটিপি এই প্রথমবারের মতো পাঞ্জাবের কোনো থানায় হামলা চালাল। এর আগে তারা আফগানিস্তানের সীমান্ত-সংলগ্ন খাইবার পাকতুনখাওয়া প্রদেশে থানা ও চেক পোস্টগুলোতে হামলা হয়েছে।

পুলিশ সর্বশেষ এই হামলায় হতাহতের ব্যাপারে কোনে তথ্য দেয়নি।

পাঞ্জাব পুলিশের শীর্ষ কর্মকর্তা ড. উসমান আনোয়ার বুধবার ডনকে বলেন, সন্ত্রাসীদের খুঁজতে সাঁড়াশি অভিযান চলছে।

সূত্র : ডন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877