বিনোদন ডেস্ক: গত ২৮ আগস্ট গায়ে হলুদের পর গতকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা দীপালি। বর নির্মাতা ও প্রযোজক জায়েদ রেজওয়ান। আরিফিন শুভ ও প্রসূন আজাদ অভিনীত ‘মৃত্যুপুরী’ ছবির পরিচালক তিনি। ২০১৫ সালে শুরু হওয়া ছবিটি এখনও মুক্তির অপেক্ষায় আছে। শোবিজ অঙ্গনে কাজ করতে গিয়েই দীপালির সঙ্গে তার পরিচয়। এর পর ভালো লাগা ও ভালোবাসা। অবশেষে পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন জায়েদ ও দীপালি।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টায় তাদের বিয়ে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন দীপালি ও জায়েদের পরিবারের সদস্যরা। আজ শনিবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এদিকে ছোটপর্দায় অভিনয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন দীপালি। অভিনয় করেন ‘রমিজের আয়না’, ‘কাননে কুসুম কলি’, ‘ঘোড়ার ডিম’, ‘সাত কাহন’সহ বেশ কিছু ধারাবাহিক নাটকে। পাশাপাশি ‘ব্ল্যাক মেইল’, ‘বাজে ছেলে : দ্য লোফার’, ‘আমি তোমার হতে চাই’ ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন দীপালি।