স্বদেশ ডেস্ক:
স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বাড়ানো হয়েছে। আজ শনিবার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯৩ হাজার ৪২৯ টাকা। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর করা হবে।
এর আগে গত ৭ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৫ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক সপ্তাহের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ল।