স্বদেশ ডেস্ক:
জম্মু ও কাশ্মির বিরোধ নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ শুক্রবার ইসলামাবাদে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান-ভারত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রসহ তৃতীয় পক্ষের মধ্যস্ততার ব্যাপারে পাকিস্তান সবসময়ই ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধের মূল বিষয় তথা জম্মু ও কাশ্মির সমস্যার সমাধানসহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও আলোচনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে স্বাগত জানিয়ে আসছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খানের সাম্প্রতিক এক বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র এই জবাব দেন। মাসুদ খান তার বিবৃতিতে কাশ্মির সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মধ্যস্ততার ইঙ্গিত দিয়েছিলেন।
ভারত ২০১৯ সালে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয়ার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক স্থবির হয়ে আছে।
সূত্র : জিও নিউজ