শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কূটনীতিকদের যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনীতিকদের যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

বিদেশে বসে দেশের বিরুদ্ধে কোনো মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করা হলে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে না থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশি মিশন প্রধানদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি কেউ যদি মিথ্যা ও বানোয়াট তথ্য দেয় আপনারা (দূতরা) চুপ করে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবেন না। মন্ত্রণালয় যখন আপনাকে হুকুম দিল, তখন আপনি এর উত্তর দেবেন, ‘‘নো’’। আপনি একজন দায়িত্বশীল মানুষ। সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে। আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট (প্রতিনিধিত্ব) করছেন।’

ড. মোমেন বলেন, ‘কেউ যদি মিথ্যা বলে, আপনি (দূত) উত্তর দেবেন। এক্কেবারে স্বতঃস্ফূর্তভাবে। ওটার জন্য আপনারা মন্ত্রণালয় থেকে হুকুম পাবেন, এটার জন্য বসে থাকবেন না। আমরা নব যুগ-যুগান্তে প্রবেশ করেছি। আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল লোক। আপনারা (দূতরা) সেই অনুযায়ী কাজ করবেন, যেটা আপনারে ভালো মনে করেন।’

দেশবিরোধী প্রচারণা রোধে বাংলাদেশি মিশনগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা নিয়ে দূতদের ভাষ্য কী ছিল? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের আমরা পরামর্শ দিয়েছি। তাদের বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন। এতদিন ধরে তারা (দূতরা) যেটা করেন, তারা (দূতরা) রেসপন্স করেন না। আবার অনেকে জানায়ও না। এ বিষয়ে আমরা জানলে তাদের (দূতদের) বলি, হুকুম দিলে তারা রেসপন্স করেন।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, এখন থেকে আপনারা রেসপন্স করবেন এবং আমাদের জানাবেন। কেউ কেউ (দূতরা) খারাপ কিছু হলে তারা আমাদের জানাতে চান না, তারা লজ্জা পান। লজ্জার কোনো কারণ নেই। আমাদের সব মিশন মিলেই পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সবাই মিলে টিমওয়ার্ক। তাদের (দূতদের) কিছু যদি খারাপও হয় আমাদের বলবেন, খারাপ হলেও বলবেন। আপনারা ম্যাচিউর।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877