সোমবার, ০৩ Jun ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

ব্রিজের পাশে মিলল যুবকের গুলিবিদ্ধ লাশ

ব্রিজের পাশে মিলল যুবকের গুলিবিদ্ধ লাশ

স্বদেশ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রূপপতি ব্রিজের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রূপপতি ব্রিজের পাশে গুলিবিদ্ধ ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এসআই সিদ্ধার্থ সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877