রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সিত্রাং

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সিত্রাং

স্বদেশ ডেস্ক:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আগামী ১২ ঘণ্টায় আরো শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সিত্রাং। এর পর আরো উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে ভারতের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ভোরে বরিশালের কাছে তিনকোনা ও সন্দ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। বর্তমানে বাংলাদেশ থেকে ৫৮০ কিমি দূরে রয়েছে সিত্রাং।

এর আগে রোববার রাতেই অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ভোররাত থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। সাথে বইছে দমকা হাওয়া।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার ও মঙ্গলবার উপকূলের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে এ অঞ্চলে সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ে বিশেষ করে সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার করছে প্রশাসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877