স্বদেশ ডেস্ক: গত ১৮ই অক্টোবর সোমবার নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। জ্যাকসন হাইটসের ইটিসি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক।যুগ্ন সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড.মাসুদুল হাসান।প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সদস্য ও লালন পরিষদ ইউএসএর আহবায়ক আব্দুল হামিদ,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহসভাপতি এম উদ্দীন আলমগীর,সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক,দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ,উপপ্রচার সম্পাদক সাংবাদিক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল প্রমূখ।
সবশেষে আনন্দ উৎসাহের মাধ্যমে জন্মদিনের কেক কাটা হয়। সভায় বক্তারা শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন।