মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

উপজেলা পর্যায়ে শিশুদের করোনা টিকাদান শুরু

উপজেলা পর্যায়ে শিশুদের করোনা টিকাদান শুরু

স্বদেশ ডেস্ক:

সিটি করপোরেশনের পর সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে এই টিকাদান শুরু হয়। ১২ কর্মদিবস এই কর্মসূচি চলবে।

এর আওতায় সারা দেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি  ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথম ডোজের ৮ সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, একযোগে দেশের ৪২৭ উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।
গত ১১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শেরেবাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। এরপর থেকে এতদিন দেশের সিটি করপোরেশন এলাকায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী ১২ লাখ ৫৮ হাজারের বেশি শিশু প্রথম ডোজ দেওয়া হয়েছে।

বড়দের মতো শিশুদেরও এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েব পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকা কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই মিলবে টিকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877