স্বদেশ ডেস্ক:
তীব্র বিতর্কের মুখে শেষপর্যন্ত ইস্তফাই দিলেন ভারতের দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম। সম্প্রতি তিনি একটি ধর্মান্তরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ ভারতের বিজেপির। তার পর থেকেই গেরুয়া শিবির থেকে রাজেন্দ্রর ইস্তফার দাবি তীব্র হয়।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আপ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্রকে উপস্থিত থাকতে দেখা যায়। ওই অনুষ্ঠানে উপস্থিত মানুষেরা হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বলে দাবি। উপস্থিত শতাধিক মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করেন এবং হিন্দু দেবদেবীদের মানতে অস্বীকার করেন।
এই ঘটনার পরই আসরে নেমে পড়ে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল কেন এখনো রাজেন্দ্রকে বরখাস্ত করছেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিজেপি নেতারা। চাপে পড়ে যান আপ নেতৃত্বও। আসন্ন গুজরাত বিধানসভার ভোটেও এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করেছে আপ। তাই রোববারই রাজেন্দ্রকে ইস্তফা দেয়ার নির্দেশ দেয়া হয়। সেই মতো ইস্তফা দিলেন তিনি।
শনিবার, গুজরাতের বরোদায় সভা ছিল কেজরিওয়ালের। সভা শুরুর আগেই এলাকায় লাগানো আপের পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আপের কর্মকর্তারা ছেড়া পোস্টার সরিয়ে আবার নতুন পোস্টার লাগিয়ে দেন। তাতে চড়তে থাকে উত্তেজনার পারদ। তার মধ্যেই এ বার মন্ত্রিত্ব ছাড়লেন রাজেন্দ্র।
সূত্র : আনন্দবাজার পত্রিকা