স্বদেশ ডেস্ক:
ভারতের উত্তরাখণ্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে। বরযাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত ২১ জন আহতকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভারতের পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে পাউরি গাড়োয়াল এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
হরিদ্বারের পুলিশ প্রধান জানান, লালধাং জেলা থেকে বরযাত্রীবাহী বাসটি রওনা দিয়েছিল। পরে যেটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে মনে করা হচ্ছে। সিমিডি গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অগভীর খাদে পড়ে যায়। এর ফলেই বাসে থাকা ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ।
উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘গতকাল রাতে পাউরি গাড়োয়াল দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। বিরোখাল এলাকার ধূমাকোটে ওই দুর্ঘটনা ঘটে। সারারাত অভিযান চালিয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী ২১ জন আহতকে উদ্ধার করছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সূত্র : সংবাদ প্রতিদিন