শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির অঙ্গনে শুভেচ্ছা বিনিময় করবেন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সোমবার দিনগত রাত ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত শনিবার থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আজ শারদীয়া দূর্গোৎসবের মহানবমী। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গাপূজা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877