স্বদেশ ডেস্ক:
কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় রোজিনা আক্তার নামের এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে এই রায় দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২–এর বিচারক মো. মশিউর রহমান খান। দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামের বাসিন্দা। একই এলাকার মো. আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন।
রেজাউর রহমান বলেন, এরপর ওই মামলা থেকে বিচারক মো. আলীকে অব্যাহতি দেন। পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করার অভিযোগে রোজিনার বিরুদ্ধে পাল্টা মামলা করেন মো. আলী। ওই মামলায় রোজিনার পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।