স্বদেশ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে রোববার বিকেল ৫টায়। এ অধিবেশনের কার্যদিবস পাঁচ দিন হতে পারে। অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
গত ১১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। আজ সেই পদে নতুন কাউকে মনোনয়ন দেয়া হবে।
বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।